01713248557

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

 

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ৩৬টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।g অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন- অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের উপমহাব্যবস্থাপক আবুল হাসনাত মো. নাজমুল কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, শরিফা খাতুন ডেজি, আদিবা সুলতানা। মতবিনিময় সভায় প্রধান অতিথি সকল ব্যাংকের ব্যবস্থাপকদের বলেন, আপনারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবেন। গ্রাহকদেরকে সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধি করবেন। এ ব্যাপারে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলের প্রিন্সিপাল অফিসার নাজির হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি সদর ঘাট শাখার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।