সার্কে সেরা হওয়া গোমস্তাপুরের ইয়াসিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

151

সার্কের স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি দেশের প্রতিযোগীদের হারিয়ে সেরা হওয়া গোমস্তাপুর উপজেলার ইয়াসিন আলীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে আলীনগর স্কুল ও কলেজ। আজ ইয়াসিন তার পিতা-মাতা ও পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষকদের সাথে দেখা করতে গেলে প্রতিষ্ঠানের পক্ষে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন অধ্যক্ষ রবিউল আওয়াল। এসময় আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে. এম.মাসুমসহ স্কুল ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: ভারতের নয়াদিল্লির সার্ক ইউনিভার্সিটি অডিটোরিয়ামে গত ২৩ জানুয়ারি আয়োজিত করোনা ও বঙ্গবন্ধু শীর্ষক বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় আলিনগর স্কুল ও কলেজ এর দশম শ্রেণির ছাত্র ইয়াসিন আলী সার্কভুক্ত ৮ টি দেশের ২২জন প্রতিযোগীর মধ্যে সেরা বক্তা ও আলিনগর স্কুল ও কলেজ সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। ইয়াসিনের এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সার্ক তাকে গোল্ড মেডেল, সনদ ও ক্রেস্ট ছাড়াও একটি ব্রা- নিউ কার ও আজীবন মাসিক ৬হাজার টাকা বৃত্তি ঘোষণা করে। ইয়াসিন আলিনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের আনোয়ারুল ইসলাম টুক্কা ও নাহার বেগম বিউটির সন্তান।