সারা বিশ্বব্যাপী জাতীয় ও স্থানীয় পর্যায়ে পালিত হচ্ছে বিশ্ব বেতার দিবস

284

আজ বিশ্ব বেতার দিবস । জাতিসংঘের ঘোষণা অনুযায়ী, এই বছর ৮ম বারের মত সারা বিশ্বে এবং বাংলাদেশে জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “সংলাপ, সহনশীলতা এবং শান্তি”। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২০১২ সাল থেকে বাংলাদেশে বিশ্ব বেতার দিবস পালিত হচ্ছে। বর্তমান সরকার উন্নয়নে রেডিওর অপরিসীম সম্ভাবনার দিকটি যথার্থভাবে বিবেচনা করে ইতোমধ্যে প্রাইভেট এফএম এবং কমিউনিটি রেডিওর অনুমোদন দিয়েছে। এদিকে, বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দা ৯৮.৮এফএম-এর সদস্যদের নিয়ে এক র‌্যালীর আয়োজন করে। র‌্যালিটি রেডিও মহানন্দা৯৮.৮এফএম-এর বেলেপুকুরে অবস্থিত প্রধান কার্যালয় থেকে বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবারও মহানন্দা ৯৮.৮এফএম-এর প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির জেষ্ঠ্য উপ-পরিচালক মোঃ নাসের উদ্দিন বলেন, কমিউনিটির মানুষকে নিয়েই কমিউনিটি রেডিও। তাই কমিউনিটি রেডিওর পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কমিউনিটি রেডিওকে। তিনি আরও বলেন, সারা বিশ্বে আজকে বেতারের তরঙ্গের যে প্রবাহ সে প্রবাহের ভিত্তিতেই কিন্তু এই পৃথিবী এগিয়ে যাচ্ছে উন্নতির দিকে এবং এটা কোথায় যে শেষ হবে সেটা বলতে পারা যায় না। নিত্য নতুন প্রযুক্তি আসছে সব এই রেডিওকে কেন্দ্র করে। রেডিও মহানন্দা ৯৮.৮এফএম-এর ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গেলাম ফারুক মিথুন বলেন আজকে বিশ্ব বেতার দিবস সারা বাংলাদেশে এটি অষ্টমবারে মতো পালিত হচ্ছে এসময় তিনি আরও বলেন আমরা এর আগে এই দিবসটি পালন করেছি। আজকেও একটি ভিন্নতার সাথে ভিন্ন প্রতিপাদ্য নিয়ে সহনশীলতা শান্তি সংলাপ এই বিষয়গুলোকে সামনে রেখে এই দিবসটি পালিত হচ্ছে। আমরা এই দিবসটিকে আরও সফলকৃত করার জন্য কমিউনিটি রেডিওর অনেক ভুমিকা রয়েছে। যেটি তারা বর্তমানে করছে এবং ভাবিষ্যতেও করবে। অন্তত তৃণমুল মানুষের কাছে এই বেতারের যে ভুমিকা সেটা পৌঁছে দেওয়া হবে অন্যতম কাজ। রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস বলেন, বেতার আমাদের জীবনের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেটা হয়তো আমরা হারাতে বসেছিলাম কিন্তু কমিউনিটি রেডিওগুলো হওয়ার ফলে সেটি আমরা ধরে রাখতে পেরেছি তিনি আরও বলেন আমাদের প্রত্যাশা শুধুমাত্র ১৮-১৯ টা এরকম মাত্র কয়েকটা জেলাতে যে বেতার হয়েছে মানে এই কমিউনিটি রেডিওগুলো সেটা বিস্তিৃতি লাভ করবে অর্থাৎ প্রত্যেকটা জেলাতে একটা করে কমিউনিটি রেডিও স্থাপন হবে এবং তখন আমরা আমাদের সংস্কৃতি বা আমাদের ঐতিহ্য সেগুলোকে আমরা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে পারবো। তেমনি ভাবে একে অন্যের সাথে যোগাযোগ স্থাপনের একটা ভালো সুযোগ সৃষ্টি হবে। পৃথিবী এগিয়ে যাচ্ছে সেই সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে আরও বেশি করে আমাদের কাজ করতে হবে। আমরা যারা বেতারে কাজ করছি তারা ভালোভাবেই কাজ করবো এবং কমিউনিটির মানুষেরও একটা অবদান থাকা দরকার। শ্রোতা বিশ্ব বেতার দিবস উপলক্ষ্যে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান “বেতারের সাথে আমরা” সম্প্রচারিত হয় গতকাল সন্ধ্যা ৬ টায় এবং পুনঃ প্রচারিত হয় রাত ১০ টায়।
এদিকে, আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বেতার রাজশাহী। র‌্যালীতে উপস্থিত ছিলেন, প্রখ্যাত কথা সাহিত্যিক লেখক হাসান আজিজুল হক, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক (আঞ্চলিক পরিচালকের দায়িত্বে) হাসান আকতারসহ বেতারের কর্মকর্তাবৃন্দ। শোভাযাত্রায় রেডিও মহানন্দা ৮.৮ এফএমএর পক্ষ থেকে অংশ নেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারি পরিচালক তাজেমুল হক, ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমসহ অন্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন, প্রখ্যাত কথা সাহিত্যিক ও লেখক হাসান আজিজুল হক। এসময় তিনি তার কাজের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, বেতারের সাথে কাজ করেছি দীর্ঘদিন, পাকিস্তানি আমল থেকে শুরু। যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেতার প্রতিষ্ঠিত অর্থাৎ স্থাপিত হয় তখন আমি খুলনা বেতারে কাজ করি। সেখানে প্রথম বক্তাদের মধ্যে না হলেও উপস্থাপকদের মধ্যে প্রথম সারির দিকে ছিলাম। সেখানে নাটক হয়তো লিখেছি আবৃতির মতো করে। অভিনয় করেছি। যারা বেতারে কাজ করেন তারা অনেক জ্ঞানী, পন্ডিত ব্যক্তি। বেতারের অনেক সম্মান। বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক (আঞ্চলিক পরিচালকের দায়িত্বে) হাসান আকতার প্রতিপাদ্যের বিষয় তুলে ধরে বলেন, এবারের প্রতিপাদ্যের একটি চমৎকার কাহিনী আছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা শান্তিরক্ষী বিভিন্ন মিশনে কাজ করছে। ২০০২ সাল থেকে কঙ্গো শান্তিরক্ষী মিশনে কাজ করা শুরু করে তখন সুইজারল্যান্ডের একটি এনজিও বেতার পরিচালনা করে। সেই বেতারের একটি অনুষ্ঠানের নাম ছিল কঙ্গোলীয়ানবাসীর সংলাপ এবং এই সংলাপের মাধ্যমে তারা শান্তিতে বসবাস করছে। সেই কঙ্গোলীয়ান রেডিওর কার্যক্রমের প্রেক্ষিতে এবারের আমাদের বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য।