সারাদেশে বন্যায় মৃত্যু হয়েছে ১১৬ জনের

149

বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় গত ১৭ মে থেকে আজ দুপুর পর্যন্ত ১১৬ জন মারা গেছেন। বন্যাসৃষ্ট দুর্ঘটনাসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এসব মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ৬৩ জন মারা গেছেন সিলেট বিভাগে। আজ সারাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৭ মে থেকে আজ দুপুর পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, সিলেট বিভাগে ৬৩ জন, ঢাকা বিভাগে ১ জন মারা গেছেন। আজ পর্যন্ত পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৮১ জন।