সারাদেশে চলছে গণটিকাদান কার্যক্রম

36

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ৬ দিনে ৩২ লাখ মানুষকে টিকা দিতে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল ৯টায় ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে। বিকাল ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলে। দেশজুড়ে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় চলবে ৯ আগস্ট পর্যন্ত। এছাড়া প্রথমদিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডে টিকা দেয়া হবে ৮ ও ৯ আগস্ট।