সামরিক বিমান বিধ্বস্ত ভিয়েতনামের

ভিয়েতনামে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার পর দুই পাইলট নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয় বলেছে, পাইলটরা বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বের হয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে তারা নিঁখোজ রয়েছেন। বিমান বাহিনী আকাশ ও স্থল উভয় স্থানে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। ভিয়েতনামের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে মধ্য প্রদেশে সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত বিমানটি রাশিয়ান তৈরি ইয়াক-১৩০। ঘটনার সময় খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের চেষ্টা করছিলেন পাইলটরা, তখনই দুর্ঘটনাটি ঘটেছিল বলে মন্ত্রণালয় জানিয়েছে। দেশটির মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘ল্যান্ডিং গিয়ারে সমস্যা এবং পাইলটদের নেওয়া জরুরি ব্যবস্থাও সফল হয়নি। গত বছরও প্রশিক্ষণের সময় স্থানীয় বিমানবন্দরে রাশিয়ার তৈরি এসইউ-২২ জেট বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হন। ভিয়েতনাম সামরিক পণ্যের জন্য রাশিয়ার ওপর বেশি নির্ভর করে।