সামরিক আইন জারির ঘটনায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এই সাজা দেয়া হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিতর্কিত সামরিক আইন জারির ঘটনায় তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। সরাসরি সম্প্রচার করা হয় আদালতের এই রায়টি।

শুক্রবার (১৬ জানুয়ারি) মামলার রায়ে আদালত জানিয়েছেন, ইউন সুক ইওল বিচারিক কাজে বাধা প্রদান এবং সরকারি নথিপত্র জাল করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। বিশেষ করে তার জারি করা সামরিক আইন সংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়া এবং আইনি প্রক্রিয়া লঙ্ঘন করার বিষয়টি প্রমাণিত হয়েছে আদালতে।

২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার পর ইউনের বিরুদ্ধে বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় এটিই তার বিরুদ্ধে প্রথম কোনো বড় রায়। এ ছাড়া সরকারি নথিপত্র জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এ মামলায় ইউন সুক ইওলকে দোষী সাব্যস্ত করেছে একাধিক অভিযোগে।