Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সামনে শিরোপার হাতছানি ম্যানসিটির

জেতা সম্ভব এমন ছয়টি শিরোপাই ২০০৯ সালে জিতেছিল পেপ গার্দিওলার বার্সেলোনা। সেই গার্দিওলার হাত ধরে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে এবার ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। আজ গ্রিসে সেভিয়াকে উয়েফা সুপার কাপে হারালে এ বছর চতুর্থ শিরোপার স্বাদ পাবে তারা। আর্লিং হালান্ডরা যেভাবে নতুন মৌসুমে উড়ন্ত সূচনা করেছেন তাতে ফেভারিটও ম্যানসিটি।

প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে জোড়া গোল করে হালান্ড জানান দিয়েছেন নিজের ক্ষুধাটা। চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগ জয়ী ক্লাবের ম্যাচ দিয়ে মৌসুম শুরু হয় ইউরোপিয়ান ফুটবলের। ব্যতিক্রম হচ্ছে না এবারও। চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানসিটি অবশ্যই এগিয়ে ইউরোপাজয়ী সেভিয়ার চেয়ে।
তবে ইউরোপা জয়ের পথে সেভিয়া হারিয়েছিল ম্যানসিটির প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেডকে। আর হালান্ডরা প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতার পর সুপার কাপেও সুযোগ পেয়েছে প্রথমবার। সেখানে সেভিয়া এরই মধ্যে ছয়বার খেলে ফেলেছে টুর্নামেন্টটা (উয়েফা কাপ ও ইউরোপা জয়ী হিসেবে)।

Exit mobile version