সাব্বির হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

133

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুরে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সাব্বির হত্যাকা-ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জবাসীর ব্যানারে রেহাইচর টোলঘর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেকের সভাপতিত্বে মানববন্ধনে মানববন্ধনে ছেলে হত্যার বিচার দাবি করে বক্তব্য দেন নিহতের পিতা মো. মনিরুল ইসলাম। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা এবং এ হত্যাকা-ে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ সময় ছেলের হত্যায় জড়িতদের বিচার চেয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত সাব্বিরের মা শেফালী বেগম।
আরো বক্তব্য দেনÑ পৌরসভার ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহীম আলি, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজমাল হোসেন মামুন, আলিনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুল ইসলাম, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অহেদুজ্জামান সায়েম, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আখের ইসলাম ও বারোঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নিহত সাব্বিরের সহপাঠী আব্দুর রহিমসহ অন্যরা।