সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী

87

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ডেভিড ক্যামেরনকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে ঘোষণা করা হয়েছে। ক্যামেরন তার সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, আমি আশা করি আমার কনজারভেটিভ নেতা হিসেবে ১১ বছরের এবং প্রধানমন্ত্রী হিসেবে ৬ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। এদিকে ফিলিস্তিনপন্থী মিছিলে পুলিশের হস্তক্ষেপের সমালোচনা করায় বরখাস্ত হয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যান। ঋষি সুনাক আজ তাকে বরখাস্ত করেছেন বলে একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।