সাফ অনূর্ধ্ব-১৬ এর ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

38

 

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে রাশিয়ার পেছনে থেকে হয়েছিল রানার্স-আপ। এবার অবশ্য অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা। আজ নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। তিনি ভারতের তিন-তিনটি শট রুখে দেন এবং বাংলাদেশের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন দলের দ্বিতীয় শিরোপা। ভারতের কিশোরীদের কাঁদিয়ে শোকেসে তোলে বয়সভিত্তিক সাফের দ্বিতীয় শিরোপা।