Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সাফজয়ী রাজিয়ার আকস্মিক মৃত্যুতে পাপনের শোক

নারী ফুটবলার রাজিয়া খাতুন আকস্মিকভাবে আজ ভোর রাতে ইন্তেকাল করেন। পুত্র সন্তান জন্ম দেয়ার পর প্রসবকালীন জটিলতায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। রাজিয়ার মর্মান্তিক মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন আইসিসি সভায় যোগ দিতে দুবাই রয়েছেন। দেশের বাইরে থাকলেও তিনি রাজিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘ফুটবলার রাজিয়া খাতুন নারী ফুটবলে এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তার অকাল মৃত্যু নারী ফুটবলে এক অপূরণীয় ক্ষতি। দেশের নারী ফুটবলের উন্নয়নে তার যে অনবদ্য অবদান তা চিরস্মরণীয় হয়ে থাকবে।’

২০১৮ সালে ভুটানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন রাজিয়া খাতুন। চ্যাম্পিয়ন হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিলেন সংবর্ধনা ও ১০ লক্ষ টাকা।

Exit mobile version