সাত বছর পর ফেরদৌস

476

২০১০ সাল থেকে সানমুনের প্রচার ও প্রসারে চিত্রনায়ক ফেরদৌস বিভিন্ন স্টিল ফটোগ্রাফির মাধ্যমে মডেল হিসেবে কাজ করেছেন। তবে ৭ বছর পর এই পণ্যের প্রচার প্রসারের জন্য এবার টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা। আদিত্য ও আরিফের নির্দেশনায় এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন ফেরদৌস। আগামি ১৮ থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হবে বলে জানান তিনি। বিজ্ঞাপনটিতে ফেরদৌস একাই মডেল হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, সর্বশেষ তিন মাস আগে ফেরদৌস একটি ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এদিকে এই মুহূর্তে তিনি ব্যস্ত মাহমুদ দিদারের নির্দেশনায় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন জয়া। এ কে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রের আর একটি গানের শুটিং শেষ হলেই শেষ হবে এর কাজ। এতে ফেরদৌসের বিপরীতে আছেন মৌসুমী। সম্প্রতি তিনি শেষ করেছেন সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ চলচ্চিত্রের কাজ। এতে তার বিপরীতে আছেন জয়া। শেষ হয়েছে ফেরদৌস প্রযোজিত ‘পোস্টমাস্টার ৭১’ চলচ্চিত্রের কাজ। এ ছাড়া এ অভিনেতা শেষ করেছেন আঁকা রেজা গালিবের নির্দেশনায় ‘কালের পুতুল’ চলচ্চিত্রের কাজও। চলচ্চিত্রগুলোতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, যে চলচ্চিত্রগুলোতে আমি কাজ করছি যেগুলোর প্রতিটিরই গল্প এক কথায় দারুণ। একটির চেয়ে আরেকটির গল্প অন্যরকম। ঠিক তেমনি চরিত্রও। আমি খুবই আশাবাদী প্রতিটি চলচ্চিত্র নিয়ে। প্রসঙ্গত, চিত্রনায়ক ফেরদৌস ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’ এবং ‘এক কাপ চা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।