Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সাকিব আল হাসানের ব্যাটে ঝড়

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জিতেছে জ্যামাইকা তালাওয়াহস। ঝড়ো ব্যাটিংয়ের পর একটি উইকেটও নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
ফ্লোরিডায় রোববার বার্বাডোজ ট্রাইডেন্টসকে ১২ রানে হারিয়েছে জ্যামাইকা।
সাকিব ক্রিজে আসার সময় ধুঁকছিল জ্যমাইকা। ওয়াহাব রিয়াজ চার বলের মধ্যে লেন্ডল সিমন্স (৩০), ইমাদ ওয়াসিম ও রোভম্যান পাওয়েলকে ফিরিয়ে দিলে দলটির স্কোর পরিণত হয় ৬৫/৪-এ।
আন্দ্রে ম্যাককার্থিকে নিয়ে সেখান থেকে দলকে ৫ উইকেটে ১৫৪ রানে নিয়ে যান সাকিব। বাহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৪ রানে। তার ৩২ বলের ইনিংসটি গড়া ৫টি চার আর একটি ছক্কায়।
সাকিবের সঙ্গে ৮৪ রানের জুটি গড়া ম্যাচ সেরা ম্যাকার্থির ৪৪ বলে খেলা ৬০ রানের ইনিংসটি সাজানো ৩টি করে ছক্কা-চারে।
জবাবে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৪২ রান করে বার্বাডোজ। চার ওভারে ২৮ রান দিয়ে ওয়েইন পার্নেলের উইকেটটি নেন সাকিব।
কাইরন পোলার্ড ছাড়া ভালো করতে পারেননি বার্বাডোজের আর কোনো ব্যাটসম্যান। অধিনায়কের ৩৩ বলে দুটি চার আর ছয়টি ছক্কায় গড়া ৬২ রানের ইনিংস দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না।
দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করতে উদ্বোধনী ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ খেলেন ৩১ বল!
১২ রানে ৪ উইকেট নিয়ে জ্যামাইকার সেরা বোলার পাকিস্তানের মোহাম্মদ সামি।

Exit mobile version