সাকিবের ব্রেক থ্রুর পর এবাদতের জোড়া শিকার

79

সিলেটে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়েছে স্বাগতিক বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রানের বেশ চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় তামিম ইকবালের দল। রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে প্রতিরোধ গড়ে ফেলেছিল আইরিশরা। প্রথম পাওয়ার প্লেতে দুই ওপেনার স্টার্লিং ও ডোহেনি পঞ্চাশ রান তুলে স্বাগতিকদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। কিন্তু বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর টানা দুই ওভারে জোড়া উইকেট তুলে ম্যাচে নেন পেসার এবাদত হোসেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে আইরিশরা। এখন ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে ফেলেছে টাইগাররা।