সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ২২ খামারির কাছে

মানসম্মত গোখাদ্য সরবরাহের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষে স্থানীয় খামারিদের মধ্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এরই অংশ হিসেবে প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকারভোগীদের মধ্যে সাইলেজ প্রযুক্তি বিতরণ করেছে। বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন খামারিকে সাইলেজ তৈরির সরঞ্জাম হস্তান্তরের পাশাপাশি তাদেরকে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ইয়ামিন আলী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে জানানো হয়- সাইলেজ হচ্ছে গরুর জন্য এক প্রকার খাবার। সাইলেজ প্রযুক্তির মাধ্যমে ঘাসের পুষ্টিগুণ বৃদ্ধি করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও শুষ্ক মৌসুমেও গবাদিপশুর পুষ্টিকর খাদ্য সরবরাহ সম্ভব হয়। সাইলেজের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দানাদার খাদ্য খরচ কমিয়ে খামারির লাভ নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।