সাইফের ওপর হামলা: গৃহকর্মী থানায়, ঘটনার বর্ণনা দিয়ে পুলিশের বিবৃতি

মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। আজ তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাইফ আলী খানের গৃহকর্মীকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে বান্দ্রা থানা পুলিশ। বান্দ্রা থানা পুলিশ আনুষ্ঠানিক একটি বিবৃতি প্রকাশ করেছে। গতকাল রাতে কী ঘটেছিল তার বর্ণনাও এতে দেওয়া হয়েছে। বিবৃতিতে পুলিশ বলেছে, “রাত ২টার দিকে ডাকাতটিকে প্রথম দেখে সাইফ আলী খানের গৃহপরিচারিকা এলিয়ামা ফিলিপস ওরফে লিমা। তিনি চিৎকার করে খান পরিবারের অন্য সদস্যদের সতর্ক করেন। এরপর ঘুম থেকে উঠেন খান (সাইফ আলী খান) এবং ডাকাতটির সঙ্গে ধস্তাধস্তি করেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে খানের ওপরে আক্রমণ করে। প্রাথমিক তদন্তে এসব তথ্য জানা গেছে।” সাইফ আলী খানের গৃহকর্মীকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নেওয়া হয়েছে। এ তথ্য উল্লেখ করে পুলিশ বিবৃতিতে বলেছে, “গৃহকর্মী লিমাকে জিজ্ঞাসাবাদের জন্য বান্দ্রা থানায় আনা হয়েছে। তার ডান হাতের কব্জিতে আঘাত লেগেছে। অনুপ্রবেশকারী প্রথমে তাকেই আক্রমণ করে।” সাইফ আলী খানের অস্ত্রোপচারের পর লীলাবর্তী হাসপাতালের মেডিকেল টিম একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, “অস্ত্রোপচার করে সাইফ আলী খানের মেরুদণ্ডে আটকে থাকা ছুরিটি বের করা হয়েছে। মেরুদণ্ড থেকে যে তরল পদার্থ বের হচ্ছিল, তা বন্ধ করার জন্য এই অস্ত্রোপচার। আরো দুটি আঘাত রয়েছে, একটি বাম হাতে এবং অন্যটি ঘাড়ে। এসব জায়গায় প্লাস্টিক সার্জারি করা হয়েছে।” গতকাল বুধবার মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়; সেখানেই তার চিকিৎসা চলছে।