সহপাঠীর মা মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন : নিজেদের জমানো টাকা দিয়ে পাশে দাঁড়াল শিক্ষার্থীরা

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের জমানো টাকার মাটির ব্যাংকটি তুলে দিয়েছে সহপাঠীর মায়ের চিকিৎসার জন্য। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পিতৃহীন স্বপ্না টুডুর হাতে এ টাকা তুলে দেয় তারা। তার মা বাসন্তি হাসদা গত ছয় দিন থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি কিডনি, লিভার, রক্তস্বল্পতা, সিস্টসহ বেশ কিছু রোগ নিয়ে ভর্তি রয়েছেন। চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না তাদের।
আজ স্কুল চলাকালে সকলের সামনে মাটির ব্যাংকটি ভাঙা হয়। ব্যাংকের টাকা গণনা করে পাওয়া যায় ২৩ হাজার টাকা। শিক্ষক ও শিক্ষার্থীরাই ব্যাংকের টাকা গণণা করেন। ঘটনাটি জানতে পেরে শামিম হোসেন নামে এক পথচারীও ভালো কাজে অংশ নিতে ৫০০ টাকা দিয়ে যান। পরে স্বপ্না টুডুর হাতে পুরো টাকা তুলে দেয়া হয়। সহপাঠীকে সহযোগিতা করতে পেরে খুশি সকল শিক্ষার্থী। তারা এ ভালো উদ্যোগটি চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে। এসময় বক্তব্য দেন— বাসন্তি হাসদার ননদ ও গ্রামের নারী নেত্রী রুমালী হাসদা, গ্রাম্য মোড়ল চানু হাসদা, রাজেন হাসদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আবুল হায়াত শাহিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।