সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড সিউলে, ৮ জনের মৃত্যু

120

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ও এর আশপাশের এলাকায় সোমবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৯ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন ১৪ জন। নিখোঁজ রয়েছেন ৬ জন মানুষ। এদিকে বৃষ্টির কারণে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিতে তলিয়ে থাকায় পাতাল রেল এবং রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছে। আজ বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়। দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ (কেএমএ) জানায়, অনেক এলাকাতে ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সংবাদ সংস্থা ইয়োনহাপের জানায়, সিউলে ১৬৩ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তাদেরকে বিভিন্ন স্কুলে নিয়ে আশ্রয় দেয়া হয়েছে।