Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব

কদিন আগেই শেষ হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ইংল্যান্ডের চেমসফোর্ডে সেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইনজুরির কারণে খেলা হয়নি সাকিব আল হাসানের। ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তার। এজন্য আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও বিশ্বসেরা অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৩০ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর। সেই আসরে নাম লিখিয়েছেন সাকিব। এই টুর্নামেন্টে গলে গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তিনি। সাকিবকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল। সাকিবের গল গ্ল্যাডিয়েটর্স দেশি কোটায় ভিড়িয়েছে দাসুন শানাকা, ভানুকা রাজাপাক্ষেকে। লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল হবে ২০ আগস্ট।

Exit mobile version