সরব শহীদ

216

‘তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়, এক জীবনে এত সুখ পাবো কোথায়’- এমন কথার গানটির শিরোনাম ‘এক জীবন’। এ গানটি গেয়ে সারা দেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সৈয়দ শহীদ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দেন কলকাতার শুভমিতা। অনুরূপ আইচের কথায় গানটির সুর ও সংগীত করেন আরফিন রুমি। এ গানটি এখন পর্যন্ত বাংলাদেশের অডিও গানের ইতিহাসে একটি মাইলফলক। এ গানের পর শহীদ একে একে আরো বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দেন।
তারও আগে তারুণ্যের ব্যান্ড দূরবীন-এর মাধ্যমেও শ্রোতা মাতিয়েছেন শহীদ। এ ব্যান্ডের দলনেতা হিসেবে ব্যান্ডটিকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যান তিনি। যদিও পেশাগত ব্যস্ততার কারণে গত কয়েক বছর ধরে গান খুব কম করেছেন শহীদ। তবে যেগুলো করেছেন সেগুলো বেছে বেছে করেছেন। গানকে কখনও পেশা হিসেবে নেননি তিনি। ভালোবাসা থেকেই মূলত গান করেন তিনি। তারই ধারাবাহিকতায় চলতি বছরের মাঝামাঝি থেকে নতুন গানে বেশ সরব হয়েছেন তিনি। রোজার ঈদে ‘এক নজর’ শীর্ষক একটি গান প্রকাশ করেন। তার পরে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী তথা জাতীয় শোক দিবসে তাকে নিয়ে ‘বঙ্গবন্ধুর সৈনিক’ শিরোনামের একটি গান করেন। এ গানটি বেশ প্রশংসিত হয়েছে ইতিমধ্যে। এর বাইরে কোরবানির ঈদে শহীদের কণ্ঠে ‘জাদু’ শীর্ষক একটি গান প্রকাশ হয়। এ গানে তার সহশিল্পী হিসেবে ছিলেন নদী। এর বাইরে নাহিদ করিম মুনের কথায় ও রেজওয়ানের সুর এবং সংগীতে ‘বলো কেন এমন তুমি’। এ ছাড়া আরো কয়েকটি নতুন গান
খুব শিগগিরই প্রকাশ হবে তার। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শহীদ বলেন, আসলে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার ফলে গানে সময় দিতে তেমন পারি না। তবে গত কয়েক মাসে কয়েকটি গান প্রকাশ হয়েছে, এগুলো শ্রোতারা বেশ পছন্দ করেছেন। আমার বিশ্বাস-যে নতুন গানগুলো করছি এগুলোও ভালো লাগবে সবার।