সরকার পরিবর্তন নয়, একটি উন্নত ইরান চাই

65
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি একটি শক্তিশালী ইরান দেখতে চান। একইসঙ্গে তিনি বলেন, ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। আজ ফ্রান্সের বিয়ারিটজ শহরে গ্রুপ-সেভেন শীর্ষ সম্মেলনে অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, আমি সত্যিকারভাবে একটি ভালো ও শক্তিশালী ইরান দেখতে চাই। ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেন, জি-সেভেন শীর্ষ সম্মেলনের অবকাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদকে ফ্রান্স আমন্ত্রণ জানানোয় তিনি বিস্মিত হন নি।

তিনি বলেন, আমি জানতাম যে তিনি আসছেন এবং তার আসার বিষয়টিকে আমি সম্মান জানাচ্ছি। আর আমরা একটি উন্নত ইরানের দিকে তাকিয়ে আছি। তারা যদি চাই তাহলে তাদের ধনী হতে দিন এবং আরও ভালো করতে দেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে তিরস্কার করে বলেছিলেন, তিনি আমেরিকার পক্ষ থেকে ইরানকে কোনো মিশ্র সিগন্যাল দিতে পারেন না। ইরান ও আমেরিকার ভেতরে মধ্যস্থতা করার জন্য কাউকে কর্তৃত্ব দেয়া হয় নি বলেও মন্তব্য করেছিলেন তিনি।