Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সরকারিভাবে অর্ধেক হজযাত্রী সৌদিতে পাঠানোর পরিকল্পনা

২০২০ সাল থেকে ৫০ শতাংশ হজযাত্রীকে সরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে পাঠানোর পরিকল্পনা সরকারের আছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। ২০১৯ সালের হজ ব্যবস্থাপনার সমাপ্তি উপলক্ষে আজ দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর মোট হজযাত্রীর ৫০ শতাংশ সরকারি ব্যবস্থাপনায় পাঠানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। আশা করি, সৌদি সরকারও এ ব্যাপারে সহায়তা করবে। আগামী বছর থেকেই সরকারি ব্যবস্থাপনায় অর্ধেক হজযাত্রী নেয়ার পরিকল্পনা রয়েছে।

Exit mobile version