সময়ই নেননি এনটিআর ও রাম চরণ

169

জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রুদ্রম রণম রুধিরাম বা ট্রিপল আর। এটি পরিচালনা করছেনবাহুবলি সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। তার কাছ থেকে আরো একটি ব্লকবাস্টার সিনেমার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

কয়েকদিন আগে প্রকাশিত হয় এই সিনেমার মোশন পোস্টার। এতে রাম চরণকে আগুন ও জুনিয়র এনটিআরকে পানির সঙ্গে তুলনা করা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক রাজামৌলি বলেন, ‘আগুন ও পানি দুটি বিপরীতমুখী উপাদান। কিন্তু যখন এই দুটি একসঙ্গে হয় তখন বাষ্প তৈরি হয়, যার শক্তি বিশ্বের চালিকা শক্তিতে পরিণত হয়।’

এই নির্মাতা জানান, এই দুই অভিনেতাকে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। এছাড়া জুনিয়র এনটিআর ও রাম চরণ বন্ধু হওয়ায় সিনেমাটির জন্য তাদের রাজি করাতেও বেগ পেতে হয়নি। রাজামৌলির ভাষায়, ‘তারা রাজি হতে এক মুহূর্তও সময় নেয়নি।’

এছাড়া এই সিনেমায় নায়িকা চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। কিন্তু আলিয়াকেই কেন বেছে নিলেন এই নির্মাতা? সম্প্রতি এ প্রসঙ্গে রাজামৌলি বলেন, ‘আমি এমন একজনকে চাইছিলাম যে এনটিআর ও রাম চরণের মতো প্রতিভাশালী অভিনেতাদের মাঝে নিজেকে মেলে ধরতে পারবে। আলিয়া একটু সহজ সরল, নাজুক কিন্তু প্রাণোচ্ছল।’

ট্রিপল আর সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। এই দুই চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। অন্যদিকে সিনেমায় আলিয়া ভাট ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। পাশাপাশি এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—  রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা। আগামী বছর ৮ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।