সমালোচনা ঠেকাতে আবগারি শুল্কের নাম বদলাতে চান অর্থমন্ত্রী

269

তীব্র সমালোচনার মুখে কৌশলী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংক আমানতে আরোপিত আবগারি শুল্কের নাম পরিবর্তন করে নতুন নাম দিয়ে তা আদায়ের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে ঘোষিত আবগারি শুল্ক হার কমানোর কথাও বলেছেন অর্থমন্ত্রী।সচিবালয়ে রোববার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।অর্থমন্ত্রী বলেন, ‘আবগারি শুল্ক নিয়ে অনেক কথা হচ্ছে। ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তাই জনগণকে আশ্বস্ত করছি, বর্ধিত আবগারি শুল্ক কমানো হবে।’তিনি বলেন, ‘ব্যাংক আমানতের ফিকে আবগারি শুল্ক বলা হচ্ছে; এটা মানানসই নাম নয়। এর নাম পরিবর্তন করে ইনকাম ট্যাক্সের আদলে নতুন নাম দেওয়া হবে।’মুহিত বলেন, ‘আমাদের আর্থিক খাত নিয়ে বাজারে অনেক সমালোচনা রয়েছে। বিশেষ করে বাজেট দেওয়ার পরে সমালোচনা উচ্চপর্যায়ে উঠেছে। যখন কোনো দুর্বলতা পাওয়া যায় না- তখন একটা কিছু বের করতে হয়। সেটা এবার সবচেয়ে বেশি হয়েছে। যেমন ব্যাংক অ্যাকাউন্টের আবগারি শুল্ক আদায়; নামটা হয়তো ঠিক নেই। আমরা নামটা পরিবর্তন করব। ইনকাম ট্যাক্সের আদলে কিছু একটা নাম দেওয়া হবে।’তিনি বলেন, ‘অনেক আগে থেকেই ব্যাংক আমানতে আবগারি শুল্ক নেওয়া হচ্ছে। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে- তারা এ শুল্ক দিচ্ছেন। প্রস্তাবিত বাজেটে এ হার বেড়েছে; সঙ্গে সুযোগও বেড়েছে। আগে ২০ হাজার টাকা থাকলেই দিতে হতো। এবার ১ লাখ টাকা পর্যন্ত ফ্রি করে দিয়েছি। তারপরও এটা নিয়ে বাজারে খুব সমালোচনা হচ্ছে। আমি ইতোমধ্যে বলেছি, বাজেটতো প্রস্তাবিত। পাস হওয়ার আগে এর অনেক কিছু পরিবর্তন হবে। আবগারি শুল্কের ক্ষেত্রে পরিবর্তন আসবে। এটা সংসদে বলতে গেলে ২৮ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। জনগণকে স্বস্তি দিতেই আজ বললাম।’