সমাজসেবা দিবসে প্রতিবন্ধীদের মধ্যে প্রতিবন্ধী কার্ড ও হুইল চেয়ার বিতরণ

47

‘সমাজসেবায় গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৪ উদযাপন করা হয়ছে। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
সূচনা বক্তব্য দেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ। অন্যাদের মধ্যে বক্তব্য দেন- এনজিও প্রতিনিধি আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, আফসানা খাতুন, উপকারভোগী মুনিরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেল সুপার শরিফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে ৪ জনকে প্রতিবন্ধী পরিচয়পত্র প্রদান করা হয়।
আমাদের গোমস্তাপুর প্রতিনিধি জানান, উপজেলার রহনপুরে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়। শোভাযাত্রাটি সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
পরে একই স্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। সূচনা বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা।
আলোচনা শেষে ৬ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও কৃতিত্ব অর্জনকারীদের সংবর্ধনা প্রদানের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা চত্বরে আলোচনা সভায় প্রধান ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ এফ এ আবু সুফিয়ান। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর সিদ্দিক, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ অন্যরা।
সামাজিক কাজে অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।