01713248557

সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

ঢাকা দক্ষিণ-উত্তরসহ ১২সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। গতকাল স্থানীয় সরকার বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। সিটি করপোরেশনগুলো হলো-ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। এদিকে, আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। পরে সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার। তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে।