সব মনোনয়নপত্র অনলাইনে দাখিলের নির্দেশ ইসির

45

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সব ধরনের মনোনয়নপত্র অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, নির্বাচনে অংশগ্রহণেচ্ছু প্রার্থী যেকোনো স্থানে অবস্থান করে অনলাইনে সম্পূর্ণ মনোনয়নপত্র দাখিল এবং প্রয়োজনীয় দলিল সংগ্রহ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের জন্য অনলাইনে পছন্দসই প্রচলিত কার্যকর পদ্ধতিতে জামানত দিতে পারবেন। অনলাইনে মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত সিস্টেমের লিঙ্ক নোটিশ বোর্ড অনলাইনে মনোনয়নপত্র দাখিল অথবা সরাসরি অনলাইনে মনোনয়নপত্র দাখিল সিস্টেম এক্সেস করা যাবে।