সবাইকে খুশি করা যাবে না : হিমি
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি আবারও আলোচনায়। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সরাসরি যুক্ত থাকেন তিনি। সম্প্রতি ফেসবুক লাইভে এক দর্শকের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়ে নেটিজেনদের দৃষ্টি কাড়েন এই অভিনেত্রী।
ঘটনার সূত্রপাত হিমির একটি ফেসবুক লাইভকে কেন্দ্র করে। লাইভ চলাকালীন এক অনুরাগী তার চোখের মেকআপ নিয়ে মন্তব্য করেন। ওই দর্শক লেখেন, ‘চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত।’ এমন অযাচিত মন্তব্যে কিছুটা বিরক্ত ও হতাশ প্রতিক্রিয়া জানান হিমি।
সরাসরি জবাবে অভিনেত্রী বলেন, ‘আপনাদের কিছু না কিছু বলতেই হবে! মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।’
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজগোজ করেছি। করতে দেন না কেন? সমস্যাটা কোথায়?’
পরবর্তীতে ওই লাইভ ভিডিওর একটি অংশ নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী অভিনেত্রীর স্পষ্টবাদী বক্তব্যের প্রশংসা করেন এবং তার পক্ষ নিয়ে মন্তব্য করেন।
ভক্তদের মতে, তারকাদের ব্যক্তিগত সাজগোজ কিংবা রুচি নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযম থাকা উচিত। তারা মনে করেন, শিল্পীদের নিজস্ব পছন্দ ও স্বাধীনতাকে সম্মান জানানোই হওয়া উচিত।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্যও পরিচিত জান্নাতুল সুমাইয়া হিমি। তার এমন সাহসী ও সোজাসাপ্টা অবস্থান আবারও প্রশংসিত হচ্ছে ভক্তদের মাঝে।