সবচেয়ে কম ইনিংসে পাঁচ সেঞ্চুরি লিটনের

148

তার সামর্থ নিয়ে কোনো প্রশ্ন নেই। ব্যাটিং স্টাইল তো চোখ জুড়ানো। বাইশ গজে যেন শিল্পীর তুলির আঁচড়। সমস্যা একটাই-ধারাবাহিকতার অভাব। সেই অভাবও সাম্প্রতিক সময়ে ঘুচিয়ে ফেলার চেষ্টায় আছেন লিটন কুমার দাস। পাশাপাশি রেকর্ডটাও সমৃদ্ধ করছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সেঞ্চুরির পর আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আবারো সেঞ্চুরি হাঁকিয়েছেন। এই সেঞ্চুরিতে লিটন দাস দারুণ এক রেকর্ড নিজের নাম লিখিয়েছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম ইনিংস খেলে পাঁচটি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড এখন লিটনের। তার লেগেছে মাত্র ৪৯ ইনিংস। ৯৩ ইনিংসে পাঁচ সেঞ্চুরি করে সাকিব আল হাসান আছেন দুই নম্বরে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের লেগেছে ১৪১ ইনিংস আর মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের লেগেছে ১৬৩ ইনিংস।