সফরকারী নেপালকে উড়িয়ে দিল বাংলাদেশ

80

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সফরকারী নেপালকে ০-২ গোলে উড়িয়ে দিল বাংলাদেশের ফুটবলাররা। ফলে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকায় নেপালের বিপক্ষে জয় লাভ করে বাংলাদেশ।

আজ মুজিববর্ষ ফিফা ফ্রেন্ডলি সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামে বাংলাদেশ। ম্যাচে গোল দু’টি করেন আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন ও মাহবুব।

বিকেল ৫টায় খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১০ মিনিটেই এর ফল পায় বাংলাদেশ। ডান দিক থেকে সাদউদ্দিনের ক্রসে ভেসে আসা বলে ডান পায়ে গোল করেন আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।

এদিন করোনা পরিস্থিতিতে উপস্থিত থাকা দর্শকদের উচ্ছ্বাসে ভাসান জীবন। এরপর আরও বেশ কয়েকটি ক্ষুরধার আক্রমণ চালালেও সফল হননি সুমন রেজা, ইব্রাহিম ও সাদ উদ্দিন।

মোহাম্মদ ইব্রাহিম ও জীবন দু’টি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরই মধ্যে গোল শোধে মরিয়া হয়ে ওঠে নেপাল। কয়েকটি দুর্দান্ত আক্রমণ করলেও বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেননি নাওয়াং শেরেস্তা-বিক্রম লামারা।

১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এসে দাপট দেখিয়েছে বাংলাদেশ। চমৎকার সব পাসে নেপালের খেলোয়াড়দের নাচিয়েছে জেমি ডের শিষ্যরা। এভাবে খেলার ৮০ মিনিটে গিয়ে ফের সফল হয় বাংলাদেশ। ব্যবধান দ্বিগুণ করেন মাহবুব। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচ শেষ করে বাংলাদেশ।