সপ্তাহের বাজারদর : ডিমের হালি আবার ৪০ পেঁয়াজের দাম বাড়তি

চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আটা-ময়দার দাম গত সপ্তাহের মতো থাকলেও এক হালি ডিমের দাম আবার ৪০ টাকায় ঠেকেছে। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে বেগুনের দাম। অন্যদিকে বেড়েছে ভালো মানের গরুর মাংস, মুরগি ও পেঁয়াজের দাম। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ টাকা। সাদা স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৭৬ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা, চিনি ১২০ টাকা, মসুর ডাল ১১০-১৩০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৭০-১৮০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর ৪ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকায়। তিনি জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, সজনে ডাটা কিছুটা কমে বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, দেশী করোলা ৭০-৮০ টাকা, ঢেঁড়শ কিছুটা কমে বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটোল ৬০ টাকা, কাঁচকলা ৩৫-৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, শসা ৫৫-৬০ টাকা, গাজরের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, টমেটো ৩০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিরকা মাছ বিক্রি হচ্ছে ২২০ টাকা, রুই ওজনভেদে ২৬০-৩৫০ টাকা, বড় কাতলা ৩২০ টাকা, সিলভার কার্প ২০০ টাকা, শোল ৭০০ টাকা, ট্যাংরা ৮০০-১১০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, ছোট বোয়াল ৬০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৭৫০ টাকা থেকে ১ হাজার টাকা, পাঙ্গাস ১৬০ টাকা, বাঁশট ৩৬০ টাকা, পিয়ালি ৬০০ টাকা, রাইখড় ৬০০ টাকা, পুঁটি ৩৫০ টাকা, ময়া ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ও আলম জানান, দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৪০ টাকা, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লিয়ার ২৮০ টাকা, প্যারেন্স মুরগি ৪০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি। অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।