Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সন্তান নিলেই কর্মীদের প্রতিবার ৭৫ হাজার ডলার দেবে এই কোম্পানি!

দক্ষিণ কোরিয়ার জন্মহার ক্রমেই কমছে। এ সমস্যার সমাধানে সাহায্য করতে মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত দেশটির একটি কোম্পানি।সিউলভিত্তিক নির্মাণ প্রতিষ্ঠান বুইয়ং গ্রুপ ঘোষণা দিয়েছে, তাদের প্রতিষ্ঠানের কর্মীরা সন্তান নিলেই ৭৫ হাজার ডলার বা ১০ মিলিয়ন কোরিয়ান ওন পাবেন। যতবার সন্তান নেবেন, ততবারই এই বোনাস পাবেন কর্মীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুইয়ং গ্রুপ জানায়, কর্মীদের তারা মোট ৫.২৫ মিলিয়ন ডলার নগদ দেবে। ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৭০টি সন্তান নিয়েছেন এ কোম্পানির কর্মীরা; তাদেরকে এ অর্থ দেওয়া হবে। কোম্পানির একজন মুখপাত্র সিএনএনকে বলেন, এ সুবিধা তাদের সব নারী ও পুরুষ কর্মীর জন্য প্রযোজ্য হবে। স্ট্যাটিস্টিকস কোরিয়া তথ্য অনুসারে, সন্তান জন্মদান বা ফার্টিলিটি হারে ২০২২ সালে বিশ্বে সবার নিচে ছিল দক্ষিণ কোরিয়ার। ওই বছর দেশটির জন্মদানের হার ছিল ০. ৭৮। এ হার ২০২৫ সাল নাগাদ ০.৬৫-এ নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

Exit mobile version