সদর হাসপাতালে শুরু হলো হিপ জয়েন্ট ট্রচেন্টার ফ্র্যাকচার অপারেশন

97

চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হিপ জয়েন্ট ট্রচেন্টার ফ্র্যাকচার অপারেশন শুরু হয়েছে। বুধবার সকালে সি-আর্ম মেশিন দ্বারা সদর হাসপাতালে এর প্রথম অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করেন সদর হাসপাতালের কনসালটেন্ট অর্থোপেডিকস সার্জারি ডা. ইসমাইল হোসেন।
ডা. ইসমাইল হোসেন জানান, হিপ জয়েন্ট ট্রচেন্টার ফ্র্যাকচার অপারেশন করতে সি-আর্ম মেশিন প্রয়োজন। মেশিন ছাড়া এ অপারেশন করা যায় না। জয়েন্টে স্ক্রু কোন দিকে যাচ্ছে এ নির্দেশনা সি-আর্ম মেশিন দিয়ে দেখতে হয়। তিনি জানান, এই প্রথম সদর হাসপাতালে সি-আর্ম মেশিন দ্বারা সফলভাবে অপারেশন সম্পন্ন করা হলো। এক লাখ টাকার মধ্যে চিকিৎসাসেবীরা এ মেশিন দিয়ে অপারেশন করাতে পারবে বলে তিনি জানান।
এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোমিনুল ইসলাম জানান, কয়েক বছর ধরে হাসপাতালে সি-আর্ম মেশিন থাকলেও অপারেটর না থাকায় এর দ্বারা অপারেশন করা বন্ধ ছিল। তবে মেশিনটির কোম্পানির প্রকৌশলী এসে অপারেটিং করেন। তিনি বলেন, ডা. ইসমাইল হোসেনসহ মেডিকেল টিম প্রথম অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। এখন থেকে নিয়মিতভাবে এ ধরনের রোগীদের অপারেশন করা হবে বলেও জানান তিনি।