সদর ও গোমস্তাপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

213

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ(ইবিএইউবি) শীতে বিপর্যস্ত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপাচার্য প্রফেসর ড. রশেদুল হাসান কম্বল বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন কলেজের অধ্যক্ষ-শিক্ষকগণের উপস্থিতিতে বিভিন্ন কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী, দরিদ্র মানুষ ও এতিম খানার শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গোমস্তাপুর উপজেলা জশৈল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ব্যাংক। আজ সকালে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক এর চেয়ারম্যান ও সাবেক সচিব শামছুন নাহার। এ সময় আরো উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, প্রবাসী কল্যাণ ব্যাংক এর চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা: সাইদুর রহমানসহ অন্যান্যরা। বিদ্যালয়ের ১১৫ জন অটিস্টিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়।