সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সাথে পীস প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময়

179

চাঁপাইনবাগঞ্জে সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যদের সাথে প্রমোটিং এনগেজমেন্ট অ্যান্ড অ্যাকশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজম পীস কনসোর্টিয়াম প্রকল্পের অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন। সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, সদর থানার এস আই মাকসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিনসহ অন্যান্যারা। প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন পীস কনসোর্টিয়াম প্রকল্পের সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, একই সাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা, আইসিটি, মানবপাচার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়। সব শেষে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন কর্মকর্তাবৃন্দ।