সদর উপজেলায় ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

146
?

‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’–প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৪১ তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। আজ সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্তাবধানে এবং সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রওশনা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহ আলমসহ অন্যরা। বক্তরা বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার গুরুত্ব, নতুন প্রজন্মকে এ ব্যাপারে আরও আগ্রহী করে তোলা ও এর অগ্রগতিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়গুলি আলোচনা করেন।
পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্তরে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের স্টল ও উপস্থাপিত প্রকল্পগুলো পরিদর্শন করেন।