Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সদর উপজেলায় সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভা ও আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা শহরে বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার তরিকুল ইসলাম, সুপারভাইজার হযরত আলী, প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সমিতির সেক্রেটারি আব্দুর রহিম, পীস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বারী, প্রকল্পের ইভালুয়েশন এ্যান্ড মনিটরিং অফিসার ফিরোজ আলম, উপজেলা সমন্বয়কারী সেলিম রেজা, জহুরুল হকসহ ২২ জন ইমাম। এদিকে, সদর উপজেলার পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সংলাপে জেলার প্রশিক্ষিত ইমাম সমিতির সেক্রেটারী আব্দুর রহিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, উপজেলা ফিল্ড জহুরুল হকসহ ৫০ জন অভিভাবক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পীস কনসোর্টিয়াম প্রজেক্ট, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও রুপান্তরের সহযোগিতায় এই আন্তঃপ্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়।

Exit mobile version