সদর উপজেলায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ

246
?

সদর উপজেলায় শিক্ষা উপকরণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখলেশুর রহমান। এসময় উপজেলা বিআরডিবি অফিসের ইউআরডিও শামসুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী (অ.দা.) মাসুক-ই-মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব আলী। অন্যদের মাঝে বক্তব্য দেন সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম ও রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষা শাহ্ আলম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা মৌদুদ আলম খাঁসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও ২৮ জন সেবাগ্রহীতা নারী। উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় সদর উপজেলার জন্য শিক্ষা উকরণ ও উন্নয়ন সহায়তা খাতের অনুকূলে বরাদ্দকৃত অর্থ হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ২০টি আলমারী, ১২টি সিলিং ফ্যান, ১০০ সেট ক্রিকেট সামগ্রী, ২৩৫টি ফুটবল, নেটসহ ১০০টি ভলিবল এবং ২৮ জন অসহায় নারীকে ১টি করে সেলাই মেশিন প্রদান করা হয়।