সদর উপজেলায় বিনামূল্যে ঢেউটিন, ল্যাপটপ, মাল্টিমিডিয়া বিতরণ

399

দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব দূঃস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও উপজেলা পরিষদের অর্থায়নে ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া এবং তার সামগ্রী বিতরন করা হয়েছে। সদর উপজেলার প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুখলেসুর রহমান, ভাইস চেয়ারম্যান সোহরাব আলি। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ। এছাড়া আরা উপস্থিত ছিলেন সুবিধাভোগী ব্যক্তিবর্গসহ অন্যান্যরা। ১২৪ টি পরিবারকে ঢেউটিন এবং মেরামতের জন্য ৩ হাজার টাকা করে প্রদান করে এবং সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসায় ১০ টি ল্যাপটপ ও ৯ টি প্রজেক্টর বিতরন করেন।