সদর উপজেলায় অসহায়, গরীবদের জন্য চক্ষু ছানি বাছাই কর্মসূচির উদ্বোধন

168

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় ও চান্দলাই যুব সংঘের সহযোগিতায় অসহায়, গরীবদের জন্য চক্ষু ছানি বাছাই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে পৌর এলাকার ১০ নং, ১৩ নং ও ১৪ নং ওয়ার্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। সমাজ সেবক সাজ্জাদ আলির সভাপতিত্বে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মমরেজুল ইসলাম, সাবেক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর জারজিস আলি ও শাহনেওয়াজ দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৩ টি ওয়ার্ডের প্রায় ২০০ রোগীর চক্ষু ছানি বাছাই ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. মুকুল এবং ডা. তোহিদুল ইসলাম সুজন চিকিৎসা প্রদান করবেন। বাছাইকৃত রোগীদের পরে ছানি অপরেশন করা হবে।