সদর উপজেলার বারঘরিয়ায় উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক নাকিব হাসান তরফদার।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নাকিব হাসান তরফদার বলেন, “তারুণ্য আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে তারা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম।” তিনি বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। স্মার্ট সেবা প্রদান এবং উন্নয়ন কর্মকাণ্ডে  তরুণদের অংশগ্রহণ সময়ের দাবি।
বারঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, “আমাদের ইউনিয়নের তরুণরা শুধু বারঘরিয়া নয়, পুরো দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি।” তিনি বলেন, স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে পরিষেবাগুলো আরো সহজ ও আধুনিক করতে চাই।
সভায় আরো বক্তব্য দেন- ইউপি সদস্য তাসিকুল ইসলাম, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মোসা. সুলেখা বেগম, মনোনীত প্রতিনিধি মো. শহিদুল ইসলাম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা নূরজাহান খাতুন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. হাসান হাফিজুর রহমান ও ইউপি হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন।
সভায় ইউনিয়ন পরিষদের কর্মচারী, ইউপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।