সদর উপজেলার বাখেরআলী সীমান্তে তিনটি ভারতীয় গরুসহ আটক ৩
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সীমান্তবর্তী গোয়ালডুবি ঘাট এলাকা থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরুসহ তিনজনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল পৌনে ৭টার দিকে নিয়মিত টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালডুবি ঘাট এলাকা দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনার কথা জানা যায়। এর প্রেক্ষিতে টহলদল সোমবার সকাল পৌনে ৭টার দিকে টহল দল সেখানে অভিযান চালায়। এসম টহল দল ৩ জন ব্যক্তিকে ৩টি গরুসহ আসতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে। আটককৃতরা হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাকিদুর রহমান (৩৫), বেলপাড়ার মো. সোনাউদ্দির ছেলে মো. শাহিদুল ইসলাম (৩৫) ও জেলার শিবগঞ্জ উপজেলার নামোজগন্নাথপুর বাদশাপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল করিম (৩০)। এসময় তাদের কাছ থেকে চোরাইপথে আনা ৩টি ভারতীয় গরু আটক করা হয়।