সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬ নং বাধ সোনার দিচরে উঠান বৈঠক অনুষ্ঠিত

571

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬ নং বাধ সোনার দিচরে পরিবার পরিকল্পনা, নব-দম্পতি এবং কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকটি পরিচালনা করেন পরিবার কল্যাণ সহকারি শিরিন আক্তার জাহান। উঠান বৈঠকে ২৩ জন কিশোরী ও দম্পতিদের প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ ও পরিবার পরিকল্পনা এবং মা শিশুর স্বাস্থ্যও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়। দীর্ঘ মেয়াদি পরিবার পরিকল্পনার মধ্যে অন্যতম ইমপ্লান্ট এবং আইইউডি সম্পর্কে আলোচনা করা হয়। এ সম্পর্কে তিনি বলেন ১ রড বিশিষ্ট ইমপ্ল্যান্ট এর মেয়াদ হলো ৩ বছর আর যেটি ২ রড বিশিষ্ট সেটির মেয়াদ হলো ৫ বছর। আইইউডির মেয়াদ হলো ১০ বছর। এছাড়াও কিছু স্থায়ী পদ্ধতির কথা বলেন তিনি- পুরুষদের জন্য এনএসভি এবং মহিলাদের জন্য টিউবেকটমি। উঠান বৈঠকে অনেকেই পদ্ধতিগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং এগুলো নেওয়ার জন্য ব্যবস্থা নিবেন বলে জানান দম্পতিরা। ইউকেএআইডির অর্থায়নে আইপাস বাংলাদেশ এবং বিএনএনআরসি সহযোগিতায় উঠান বৈঠকটির আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।