সদরে ১ হাজার ২৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন বোরো প্রণোদনার বীজ ও সার

‘কৃষিই সমৃদ্ধি’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো উফশী ও বোরো (হাইব্রিড) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল-উফশী বোরোধানের ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেয়া হচ্ছে। এছাড়া ২৪০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ দেয়া হচ্ছে। আজ সকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উদ্¦োধন অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।