সত্য ঘটনার নাটকে দীপা

407

এ সময়ে কম করলেও মানসম্পন্ন বিভিন্ন কাজ নিয়েই ব্যস্ত আছেন ছোট পর্দার প্রিয়মুখ দীপা খন্দকার। সম্প্রতি তিনি জয়ন্ত রোজারিওর নির্দেশনায় সত্য ঘটনা অবলম্বনে একটি নাটকে অভিনয় করেছেন। প্রতিবন্ধীকে ঘিরে এগিয়ে যাওয়া গল্পের এ নাটকটির নাম ‘বাড়িয়ে দাও তোমার হাত’। এদিকে বর্তমানে দেশের সব টিভি চ্যানেলে প্রচার চলতি একটি মশলার বিজ্ঞানের মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় আছেন দীপা খন্দকার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রনি। এরইমধ্যে দীপা খন্দকারের উপস্থাপনায় শেষ হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হাউজ ওয়াইফ’ এবং প্রচার শেষ হয়েছে তার অভিনীত আকরাম খান পরিচালিত ‘হাউজ ওয়াইভস’ ধারাবাহিক নাটকের কাজ।
তার অভিনীত নতুন ধারাবাহিক নাটক হলো ‘গল্প শেষে ঘুমের দেশে’। চৈতি প্রিয়া পরিচালিত এই ধারাবাহিক নাটকটি দুরন্ত টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে। এটাই তার বর্তমান সময়ের একমাত্র অভিনীত ধারাবাহিক নাটক। মশলার বিজ্ঞাপনে মডেল হওয়া এবং নাটকে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, মশলার বিজ্ঞাপনটিতে কাজ করার জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে যে সংলাপটি আমি বিজ্ঞাপনে বলছি সেটি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর জয়ন্ত রোজারিওর নির্দেশনায় প্রতিবন্ধীকে নিয়ে গল্পের নাটকটিতে কাজ করতে বেশ ভালো লেগেছে। যেহেতু ঘটনাটি সত্য, তাই আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক শ্রম দিয়েছি। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। এই নাটকে দীপা খন্দকারের সহশিল্পী হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ।