Site icon রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম

সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে বলেছেন ভোক্তার মহাপরিচালক

দেশের সকল সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান। আজ দুপুরে পঞ্চগড় বাজার তদারকি করে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান তিনি। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, গরমকালে সব পাম তেল সয়াবিন তেল বলে বিক্রি করা হয়। ড্রামের তেলের কোনো ট্রাস্টেবিলিটি নেই। এটি কোনো কম্পানি থেকে এসেছে? কি তেল? কবে এসেছে? মেয়াদ শেষ কবে? এরকম কোনো তথ্য নেই। আমরা অনেক খোলা সয়াবিন তেলে ভিটামিন এ পাইনি। তাই সমস্ত সয়াবিন তেল বোতলজাত ও প্যাকেটজাত করা হবে। এটি ছোট ছোট প্যাকেটও করা যাবে।

Exit mobile version