সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই জাতীয় নির্বাচন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দেবে। সে রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টক হোল্ডার পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য্য হয়ে পড়লে সংস্কার কার্যক্রম ব্যাহত হবে। সবাইকে সাথে নিয়েই সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে।