সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়ে বাংলাদেশ
সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আজ আন্তর্জাতিক অলাভজনক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) ২০২৫ সালের সূচকে এ তথ্য প্রকাশ করেছে। ১৮০টি দেশের মধ্যে ৩৩ দশমিক ৭১ স্কোর নিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। ২০২৪ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম। ২০১৮ সালের পর এই প্রথম সূচকে ১৫০-এর ভেতর অবস্থান করছে বাংলাদেশ। রাজনৈতিক, অর্থনৈতিক, আইনি, সামাজিক ও নিরাপত্তা সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে এবার। আরএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত কোনো সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যার শিকার হননি। তবে পাঁচ সাংবাদিক গ্রেপ্তারের শিকার হয়েছেন।