সংগীতশিল্পী নচিকেতা হাসপাতালে

অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে কলকাতার জীবনমুখী গানের সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীকে। গত শনিবার ৬ ডিসেম্বর দিবাগত রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে নচিকেতার। যার ফলে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, গায়কের অবস্থা এখন স্থিতিশীল। নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী অন্য একটি গণমাধ্যমে বলেন, “বাবার শরীর এমনি ভালোই ছিল। অনেকগুলো অনুষ্ঠানও করেছেন। হঠাৎই শরীর খারাপ হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাই। আমরা এক মুহূর্তও দেরি করিনি। ফলে তেমন সমস্যা হয়নি। হার্টের একটা সমস্যা হচ্ছিল। তবে এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। গতকাল দিবাগত রাত ২টার দিকে কলকাতার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নচিকেতাকে ভর্তি করানো হয়। এই মুহূর্তে গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ রবিবারও ৭ ডিসেম্বর তার অনুষ্ঠান ছিল; যা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, চিকিৎসকের পরামর্শে আগামী বেশ কয়েকটি শো-ও বাতিল করা হয়েছে।